দ্য ওয়াল ব্যুরো: করুণ পরিণতি। কর্নাটকের (Karnataka) আত্তিবেলেতে পারদের বিষক্রিয়ায় (Mercury) আক্রান্ত এক মহিলার মৃত্যু (Woman Death) হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ মৃত্যুর আগে ওই মহিলা জানিয়েছিলেন, তাঁর স্বামী ইঞ্জেকশনের মাধ্যমে পারদ ঢুকিয়েছিল শরীরে! অর্থাৎ তাঁকে খুন করা হল।
বেঙ্গালুরু (Bengaluru) থেকে ২৮ কিলোমিটার দূরের আত্তিবেলের বাসিন্দা বিদ্যা (Vidya) নামে ৩১ বছরের ওই মহিলা গত নয় মাস ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই চালিয়েও শেষরক্ষা করতে পারলেন না। তাঁর অভিযোগের তির স্বামী (Husband) বসবরাজ এবং শ্বশুর মারিস্বামাচারীর দিকে।