দ্য ওয়াল ব্যুরো: একটি সাধারণ কয়েক ঘণ্টার ফ্লাইট (Flight) যাত্রা। কিন্তু সেটাই পরিণত হল ভাষা-রাজনীতির নাটক মঞ্চে! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ভিডিও, যেখানে এক মহিলা যাত্রী অন্য একজনকে মারাঠি ভাষা (Marathi Language) বলতে বাধ্য করেছেন বলে অভিযোগ। তাঁকে বলতে শোনা যায় - “তুমি মুম্বই যাচ্ছ, তাই মারাঠি বলতে হবে।”
এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর (Youtuber) মাহি খান, যিনি অনলাইনে ‘MahiNergy’ নামে পরিচিত। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার কলকাতা-মুম্বই রুটের ফ্লাইট (Kolkata-Mumbai Flight) AI676-এ।
#REL