দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের বিরোধ, দূরত্ব ও ঠান্ডা লড়াইয়ে ইতি টেনে এক মঞ্চে ঠাকরে পরিবারের দুই শাখা— উদ্ধব ও রাজ। শনিবার, 'আওয়াজ মরাঠিচা' নামের এক বিজয় সমাবেশে এক হয়ে উদ্ধব ঠাকরে স্পষ্ট ভাষায় জানালেন, “আমরা শুধুই একসঙ্গে হওয়ার জন্যই একত্রিত হইনি, একসঙ্গে থাকার জন্য হয়েছি।”
উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”