দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছর পর 'মাতোশ্রী'তে পা রাখলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। রবিবার ছিল তাঁর তুতো ভাই শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের জন্মদিন। সেই উপলক্ষে তিনি ব্যক্তিগতভাবে 'মাতোশ্রী'তে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ও গোলাপের তোড়া উপহার দেন।
রাজ ঠাকরের সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতা বালা নন্দগাঁওকর ও নীতিন সরদেশাই। বাড়ির ভেতরে রাজ ও উদ্ধব একসঙ্গে একটি ছবির জন্য পোজ দেন, যার পেছনে ছিলেন বালাসাহেব ঠাকরের প্রতিকৃতি। রাজ ঠাকরে বালাসাহেবের বিখ্যাত চেয়ারের কাছেও গিয়ে শ্রদ্ধা জানান।