দ্য ওয়াল ব্যুরো: দলীয় সভা চলাকালীন মারাঠি ভাষা না বোঝা ‘বহিরাগতদের’ হুমকি দিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। বললেন, 'ঝামেলা করলে সোজা থাপ্পড়।' দোকানদার পেটানোর ঘটনাকে সমর্থন করে তিনি আরও বলেন, স্কুলে হিন্দি বাধ্যতামূলক হলে স্কুল বন্ধ করে দেওয়া হবে।
শুক্রবার মুম্বইয়ের মিরা-ভায়ান্দরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, 'তোমার কানে ঢুকিয়ে মারাঠি বলা হচ্ছে, তাও যদি বোঝো না, তাহলে সেই কানের নীচে থাপ্পড় পড়বে।'