দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে একটি জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের ছেলের। অভিযোগ উঠতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। অন্যদিকে, তাঁর সঙ্গে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর একতরফা তদন্তের নির্দেশে বেজায় চটেছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত।
পুণেতে বোটানিক্যাল গার্ডেন এবং তথ্যপ্রযুক্তি পার্কের জমি বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। সেই কোম্পানির শীর্ষ কর্তাদের একজন অজিত পুত্র পার্থ।