দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘরে মারধরের শিকার হলেন এক উত্তর ভারতীয় অটো অটোচালক। ঘটনাস্থল বিরার রেলওয়ে স্টেশন। অভিযুক্ত শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এবং রাজ ঠাকরের এমএনএস-এর কর্মীরা। তাঁদের অভিযোগ, মারাঠি ভাষাকে ‘অপমান’ করেছেন ওই অটোচালক, তাই শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগের একটি ভাইরাল ভিডিও থেকে। উত্তরপ্রদেশ থেকে আসা ভবেশ পাদোলিয়া নামের এক যুবক এক অটোচালককে প্রশ্ন করেন, তিনি মারাঠিতে কথা বলছেন না কেন? তার উত্তরে অটোচালক বলেন, 'আমি হিন্দি বলব, আমি ভোজপুরিও বলি।' সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় বিতর্ক।
#REL