দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে (Rail Line) লাল কাপড়ে মোড়া এক পুঁটলি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় মালদহে (Maldah)। প্রথমে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল হয় যে ওটায় কী রয়েছে। অনেকে ভয় পাচ্ছিলেন সেটাকে বোমা ভেবে। কিন্তু লাল কাপড় খুলতেই শোরগোল। উদ্ধার হল মৃতদেহ (Dead Body)।
বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maldah Medical College) সংলগ্ন রেললাইনের পাশে ওই পুঁটলি ঘিরে ভনভন করছিল মাছি। স্থানীয়রা কাছে গিয়ে কাপড় খুলতেই বেরিয়ে আসে এক সদ্যোজাতের দেহ। মুহূর্তেই ছড়ায় তীব্র চাঞ্চল্য।