দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) দুর্গাপুজোর (Durga Puja 2025) শেষে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল এলাকা। শুক্রবার সকালে বারুইপুর থানার বেগমপুর (Begampur) গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় উদ্ধার হল এক যুবকের গলাকাটা দেহ (Body Found Near Baruipur)। স্থানীয়রা প্রথমে রক্তাক্ত দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ (Police)।
দেহের পাশেই পাওয়া গিয়েছে ঠান্ডা পানীয়ের বোতল, ভাঙা মদের বোতল ও প্লাস্টিকের গ্লাস। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে ওই এলাকায় বসা মদের আসরেই ঘটতে পারে খুনের ঘটনা।