দ্য ওয়াল ব্যুরো: ভাল লাগার মানুষকে কাছে পাওয়ায় আশায় তাঁর স্বামীকে খুন করলেন এক যুবক। বস্তায় ভরে দেহ ফেলে দিলেন খালে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
নব্য মুম্বইয়ের ভাসি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের ফতিমা মণ্ডল ও তাঁর ৩৫ বছরের স্বামী আবুবকর সুহাদলি মণ্ডল থাকতেন ওই এলাকায়। দীর্ঘদিন ধরে ফতিমার উপর নজর রেখেছিলেন ২১ বছরের আমিনুর আলি আহমেদ। ওই যুবক বারবার ফতিমাকে বিয়ের প্রস্তাব দিতেন। বারবার ফিরিয়ে দেওয়া সত্ত্বেও হাল ছাড়েননি।
#REL