দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের অমরাবতীতে বিয়ের দিন রক্তাক্ত ঘটনা। সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি হঠাৎ ছুরি নিয়ে মঞ্চে উঠে বরকে কোপাতে শুরু করেন। অভিযুক্তের নাম রাঘো জিতেন্দ্র বক্ষী। এরপরের ঘটনা চমকে দেওয়ার মতো। বিয়েতে যিনি ভিডিও তুলছিলেন, তিনিই উপস্থিত বুদ্ধি খাটিয়ে ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধাওয়া করেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাঘো বক্ষী অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে বর সজল রাম সমুদ্র (২২)-কে তিন বার ছুরি দিয়ে কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হইচই পড়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যান।