দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ভয়াবহ দৃশ্য দেখল নয়ডার (Noida) এক অভিজাত এলাকায়। বৃহস্পতিবার সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ (woman headless naked body found)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। উদ্ধার করা দেহটির মাথা ও দুই হাত কেটে ফেলা হয়েছে।
প্রথম দেহটি চোখে পড়ে স্থানীয়দের। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। তবেই খুনের আসল তথ্য প্রকাশ্যে আসবে।
#REL