দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় (Kolkata) ফের মৃতদেহ উদ্ধারের (Body Found) ঘটনায় চাঞ্চল্য। এবার লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ। মৃতের নাম শুভাশিস চক্রবর্তী।
পুলিশের প্রাথমিকভাবে অনুমান, সম্পর্কের অবনতি এবং অশান্তির জেরে আত্মঘাতী (Suicide) হয়েছেন তিনি। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে নাকি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ রয়েছে।
#REL