দ্য ওয়াল ব্যুরো: ক্যাফের আড়ালে চলছে হুক্কাবার। সঙ্গে আরও অনেক অসামাজিক কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হল এক বৃদ্ধকে। ঘটনাটি প্রিন্স আনোয়ার শাহ রোডের। ক্যাফে কর্মীরা বাড়ির মালিককে গালিগালাজ করে এবং হুমকিও দেয় বলে অভিযোগ।
আনোয়ার শাহ রোডের ১৮৮/১৪A চারতলা বাড়ির নীচে বারান্দা ভাড়া দেন মালিক আতিকুর রহমান। তাঁর স্ত্রীর নামে ওই জায়গায় ক্যাফে করার জন্য কথিত তিন বছর মেয়াদের চুক্তি হয়। সীমরন জুলিয়ান ও আহমেদ নামে দু’জন এরপর ক্যাফে চালু করেন।
#REL