দ্য ওয়াল ব্যুরো: কোল্ড ড্রিঙ্ক (Cold Drink) ভেবে কার্বলিক অ্যাসিড (Carbolic Acid) খেয়ে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। ঘটনাটি ভাঙড়ের (Bhangarh) বিজয়গঞ্জ বাজার এলাকার। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সঙ্গে তীব্র ক্ষোভ ও প্রশ্নের ঝড়।
মৃত শিশুটির নাম শামিম আলি মোল্লা (৫)। জিরেনগাছা গ্রামের বাসিন্দা মোজাম আলির তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। জন্ম থেকেই তার কথাবলার সমস্যা ছিল। তবুও সকলের আদরের ছিল সে—চুপচাপ, শান্ত স্বভাবের শিশু।