দ্য ওয়াল ব্যুরো: প্রিয় চুইংগাম (Chewing Gum) মুখে নিয়েই বিপদে পড়েছিল মেয়েটি। গলায় আটকে গিয়ে শ্বাস প্রায় বন্ধ হয়ে গেছিল তার। কিন্তু দেবদূতের মতো কিছু যুবকের (Group of Men) জন্য সে প্রাণে বেঁচে গেল। কেরলে (Kerala) ঘটেছে এমন ঘটনা।
চুইংগাম খেতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়েছিল ৮ বছরের এক শিশু। সময় মতো ওই চার যুবক তাকে উদ্ধার করে। কান্নুরের এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।