দ্য ওয়াল ব্যুরো: বন্যা কবলিত মালদহের (Maldah) ভূতনিতে ফের প্রাণ কেড়ে নিল জল (Flood Water)। বৃহস্পতিবার সকালে উত্তর নন্দীটোলা গ্রামে দেড় বছরের এক শিশুর (Child) জল ডুবে মৃত্যু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত শিশুটির নাম সুমিত মণ্ডল। সকালবেলা বোনের সঙ্গে চৌকিতে খেলছিল সুমিত। ঘর তখনও বন্যার জলে ভর্তি। হঠাৎ চৌকি থেকে পড়ে যায় সে। ঘরের জলেই ডুবে যায় দেহ, আর তাতেই মৃত্যু।
#REL