দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকা ও প্রেমিক, দু’জনেরই পরিবার তাঁদের অন্যত্র বিয়ের ব্যবস্থা করে ফেলেছিলেন (couple tragedy)। তার জেরেই ভয়াবহ পরিণতি দেখল ত্রিপুরা। প্রথমে গুলি করে প্রেমিকাকে খুন, তারপর আত্মঘাতী হলেন তরুণ (couple tragic death)। বৃহস্পতিবার এমনই জানিয়েছে ত্রিপুরা পুলিশ (Tripura murder-suicide case)।
ঘটনাটি ঘটেছে, ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে (Couple shooting in Gomati district)। জানা গিয়েছে, মৃতদের নাম ২৬ বছরের সোহেল মিয়া, শালগরার বাসিন্দা এবং শিলগাটি এলাকার জন্নাত আখতার।