দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছর বয়সে এসে জন্ম দিলেন তাঁর ১৭তম সন্তানের। রাজস্থানের উদয়পুরে বিরল এই ঘটনা চমকে দিয়েছে এলাকাবাসীকে। মঙ্গলবার, আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা রেখা গালবেলিয়া স্থানীয় ঝাড়োল কমিউনিটি হেলথ সেন্টারে জন্ম দিলেন। তবে এর পাশাপাশি সামনে এসেছে গালবেলিয়া পরিবারের ভয়াবহ আর্থিক সংকট ও সামাজিক সংগ্রাম।
রেখার আগের ১৬ সন্তানের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বাকি সন্তানের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদেরও সন্তান রয়েছে। মেয়ে শীলা কালবেলিয়া জানান, “আমাদের অবস্থা খুব খারাপ। মা’র এতগুলো সন্তান আছে জেনে সবাই হতবাক।”
#REL