দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা পর্যটনস্থানের তালিকায় জায়গা করে নিল ভারতের এক শহর। আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন কনডে নাস্ট ট্রাভেলার (Condé Nast Traveler) সম্প্রতি প্রকাশ করেছে ২০২৬ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা জায়গাগুলির তালিকা। আর সেই তালিকায় ২৪তম স্থানে জায়গা করে নিয়েছে রাজস্থানের ‘সিটি অফ লেকস’ উদয়পুর।
তালিকার শীর্ষে রয়েছে তানজানিয়ার আরুশা শহর, যা আফ্রিকার আইকনিক প্রাকৃতিক সৌন্দর্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আফ্রিকা, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত একাধিক জনপ্রিয় গন্তব্য জায়গা পেয়েছে এই তালিকায়।