দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার (Tripura) খোয়াই জেলার সীমান্তবর্তী বিদ্যাবিল গ্রামে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যুকে (killing of Bangladeshi nationals) কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। নিহতদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ঢাকা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।
অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে—এই তিনজন বাংলাদেশি নাগরিক গরু চুরি করতে ভারতে ঢুকেছিল, এবং ঘটনাস্থলটি ভারতের সীমান্তের প্রায় ৩ কিলোমিটার ভেতরে।
কী ঘটেছিল সীমান্তে