দ্য ওয়াল ব্যুরো: অসমের শিলচরে (Assam Silchar) ভেঙে পড়ল হারাং নদীর ওপরের সেতু (Harang Bridge)। মঙ্গলবার গভীর রাতে শিলচর-কালাইন সড়কের ভাঙারপুর এলাকায় আচমকাই ধসে পড়ে এই ব্রিজ। দুর্ঘটনার সময়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল দুটি ভারী ট্রাক। ঘটনার মুহূর্তে সেগুলিও নদীতে পড়ে যায়। তবে স্বস্তির বিষয়, দুই ট্রাক চালক এবং সহকারীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।