দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের (North East India) রেল মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। প্রথমবার সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে কলকাতা (Kolkata) ও মিজোরাম (Mizoram)। সব ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হবে কলকাতা - সাইরাং এক্সপ্রেস (Kolkata - Sangrai Exp)।
মিজোরামের রাজধানী আইজল সাইরাং থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হওয়ায় এই ট্রেন চালু হলে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, রাজ্যের পর্যটন শিল্পেও নতুন দিক খুলে যেতে পারে।