দ্য ওয়াল ব্যুরো: নিজেকে ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা চালাতেন এক যুবক। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতের নাম উৎপল কুমার চৌধুরী।
ইডি সূত্রে খবর, উৎপলের কাছ থেকে ত্রিপুরা সরকারের একাধিক দফতরের জাল স্ট্যাম্প, নকল পরিচয়পত্র এবং নানা ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। অভিযোগ, এই সমস্ত নথি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলতেন। শুধু তাই নয়, একটি ভুয়ো বেসরকারি সংস্থা তৈরি করে বহু প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নেন।