দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের লুকআউট সার্কুলারের জেরে শেষমেশ ধরা পড়ল আফগানিস্তানের এক বাসিন্দা (Afghanistan Citizen)। রবিবার ভুয়ো ভারতীয় পাসপোর্ট-সহ ৫৪ বছরের মহম্মদ ইউসুফকে (Md Yusuf) গ্রেফতার করেছে ভুবনেশ্বর বিমানবন্দর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে ইন্ডিগোর ৬ই-১৪৮৮ নম্বর উড়ানে ভুবনেশ্বর বিমানবন্দরে নামেন ইউসুফ। ইমিগ্রেশন ডেস্কে নথিপত্র খতিয়ে দেখার সময়ে তাঁর পাসপোর্ট ঘিরে সন্দেহ হয়। পরে দেখা যায়, সেটি জাল। তখনই উঠে আসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা লুকআউট সার্কুলারের (LOC) কথা।