দ্য ওয়াল ব্যুরো: গুজরাট পুলিশ–এর (Gujarat Police) অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS) সন্ত্রাস যোগ সন্দেহে গ্রেফতার করা এক হায়দরাবাদি চিকিৎসকের (Hyderabad Doctor) কাছ থেকে চার কিলোগ্রাম রাইসিন (Ricin) তৈরির উপাদান উদ্ধার করেছে। গুজরাট এটিএস-এর আশঙ্কা, ওই চিকিৎসক মারাত্মক বিষ ‘রাইসিন’ নিষ্কাশনের উদ্দেশ্যেই ক্যাস্টর–বিন মেশ সংগ্রহ করেছিলেন।
গত ৭ নভেম্বর গ্রেফতার হন অভিযুক্ত চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সৈয়দ। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি দিল্লি (Delhi) ও আমদাবাদের (Ahmedabad) জনবহুল বাজার, বিশেষ করে খাবার মার্কেট এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিলেন।