দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের (Ahmedabad) এক গয়নার দোকানে (Gold Shop) চুরি করতে গিয়ে বড় বিপাকে পড়লেন এক মহিলা (Woman)। দোকানদার তাঁকে বেধড়ক পেটাল! ঘটনার ভিডিও (Viral Video) এখন নেটমাধ্যমে ঝড় তুলেছে।
দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কীভাবে এক মহিলা ক্রেতা সেজে দোকানে ঢুকে মুহূর্তের মধ্যে ছিনতাইয়ের (Snatching) চেষ্টা করেন, কিন্তু দোকানদারের দ্রুত বুদ্ধিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়।