দ্য ওয়াল ব্যুরো: বারাসত (Barasat) পুলিশের পিঙ্ক মোবাইল ভ্যান থেকে উইনার্স টিমের মতো নানা উদ্যোগ সত্ত্বেও থামানো যাচ্ছে না মহিলাদের হেনস্থার ঘটনা। দত্তপুকুরের (Duttapukur) ঘটনাই তার প্রমাণ। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক ১৯ বছরের তরুণীকে ধর্ষণ (Rape) করেছে তারা।
অভিযোগ, ওই তরুণী আলাদা ঘরে ঘুমোচ্ছিলেন, এক ঘরে ছিলেন তাঁর মা। গভীর রাতে চিলেকোঠা দিয়ে ঢুকে প্রথমে মায়ের ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই যুবক। তদের নাম শুভ সাহা ও সঞ্জয় দাস বলে জানা গেছে। এরপর তরুণীর ঘরে ঢুকে মুখ ও গলা চেপে ধরে তাঁকে যৌন নির্যাতন করে।