দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে 'অপারেশন মহাদেব' অভিযান (Operation Mahadev) করে পহেলগাম হামলার (Pahalgam Attack) অন্যতম মূল তিন মাথাকে খতম করেছে ভারতীয় সেনা (Indian Army)। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই এই অভিযানে সাফল্য লাভ করে তারা। কিন্তু ঠিক কীভাবে সফলতা এল? জানা গেছে, ধাপে ধাপে একাধিক পদক্ষেপ নেওয়ার পরই ওই জঙ্গিদের নিধন করতে পেরেছে সেনাবাহিনী।
পহেলগাম জঙ্গি হামলার পর তিন জঙ্গির খোঁজে দফায় দফায় গোয়েন্দা অভিযান চালানো হয়েছিল। প্রায় তিন মাসের তল্লাশি অভিযানের পর ৩ ঘণ্টায় সাফল্য মিলেছে। ধাপে ধাপে কীভাবে সাজানো হয়েছিল জঙ্গি ধরার এই অপারেশন — জেনে নিন।