দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধক্ষেত্রে হোক, উদ্ধারকাজ কিংবা জঙ্গিদ দমন - ভারতের প্রতিটি সামরিক অভিযানের (Indian Army Operations) একটি করে নির্দিষ্ট নাম থাকে। প্রতিবারই দেখা যায়, ভিন্ন ভিন্ন নামে (Different Names) অভিযান হয়েছে। আসলে এই নামগুলি কোনওটাই এমনি এমনি ঠিক হয় না। নামকরণের পিছনে থাকে যথেষ্ট কারণ এবং ভাবনা (Meaning)।
লক্ষ্য করলে দেখা যাবে, এই সব অভিযান বা অপারেশনের নাম কখনও ভারতের ভাষা, কখনও পুরাণ, কখনও প্রকৃতি, কখনও জাতীয় আবেগের ছায়ায় রাখা হয়। উদ্দেশ্য শুধুমাত্র গোপনীয়তা নয়, বরং প্রতিটি নামের সঙ্গে থাকে একটি কৌশলগত বার্তা ও আবেগের সংযোগ।