দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হয়েছে পহেলগাম হামলার (Pahalgam Attack) মূল সন্দেহভাজন ঘাতক পাকিস্তানি জঙ্গি হাসিম মুসা (Hasim Moosha)। এছাড়াও আরও দুই জঙ্গি যৌথভাবে নিকেশ করেছে সেনা এবং জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) পুলিশ। এই অভিযান হয়েছে ‘অপারেশন মহাদেব’ নামে।
এই অভিযানের সবথেকে বড় সাফল্য পহেলগাম হামলার অন্যতম মূল চক্রীকে খতম করা। গোপন সূত্রে খবর পেয়ে দারা অঞ্চলের লিডওয়াস পাহাড়ি এলাকায় শুরু হয় অভিযান। এই এলাকা দাচিগাঁও ন্যাশনাল পার্কের কাছে। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে দুই পক্ষের মধ্যে।