দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লিদওয়াস অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। ‘অপারেশন মহাদেব’ নামে এই অভিযানে পহেলগাম হামলার মূলচক্রী বলে সন্দেহভাজন তিন জঙ্গিকে (Terrorist Killed) খতম করা হয়েছে। অভিযান চালাচ্ছিল চিনার কর্পস।
রবিবার দুপুর ১২টা ৩৭ নাগাদ চিনার কোর জানায়, লিদওয়াসে জঙ্গিদের সঙ্গে গুলি চলাকালীন সংঘর্ষ শুরু হয়। এক ঘণ্টার মধ্যে ড্রোনের ফুটেজে তিনটি মৃতদেহ দেখা যায়, যা নিশ্চিত করে যে তিন জঙ্গিকে খতম করা হয়েছে।