দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) অন্যতম মূলচক্রী সুলেমান শাহ সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছে শ্রীনগরের কাছে সেনা অভিযানে। এ খবর শুনে একটু যেন হালকা হলেন ঐশন্যা দ্বিবেদী। যাঁর চোখের সামনেই দক্ষিণ কাশ্মীরের পহেলগামে জঙ্গির গুলিতে নিহত হন তাঁর স্বামী শুভম দ্বিবেদী।
'কষ্ট তো যাবে না, কিন্তু কিছুটা শান্তি পেলাম', জঙ্গি মৃত্যুর খবরে এমনটাই বললেন কানপুরের বাসিন্দা ঐশন্যা। সেনার অভিযানকে (Operation Mahadev) সাধুবাদ জানালেন তিনি।