দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর বয়সী এক বৃদ্ধকে 'ডিজিটাল গ্রেফতারি'র নামে ভয় দেখিয়ে তার ছেলের কাছ থেকে ১.২৯ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একদল সাইবার অপরাধী। লখনউতে ঘটা এই ঘটনায় সাইবার অপরাধের এক নতুন কৌশল সামনে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা নিজেদের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল। তারা ওই শতবর্ষী বৃদ্ধকে টানা ছয় দিন ধরে 'ডিজিটাল গ্রেফতারি'র ফাঁদে আটকে রাখে। এই সময় তাকে ফোন এবং ভিডিও কলে আটকে রেখে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
#REL