দেবপ্রিয় সেনগুপ্ত
“ডিজিটাল অ্যারেস্ট” কিংবা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মতো ফোন পাচ্ছেন। সঙ্গে সঙ্গে ভীতসন্ত্রস্ত না হয়ে সামান্য একটু সময় নিয়ে ভাবুন। সেই ফোনটি সন্দেহজনক মনে হলেই ফোন করুন ১৯৩০-তে। অথবা https://sancharsaathi.gov.in/sfc/ , টেলিকম দফতরের (ডট) এই পোর্টালেও অভিযোগ দায়ের করতে পারেন।