দ্য ওয়াল ব্যুরো: প্রায় প্রতিদিনই অচেনা নম্বর থেকে ফোন আসে - কখনও স্প্যাম (spam call), কখনও বা ভুয়ো কল (fake call)। এখন তো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার প্রতারণার (cyber fraud crime) চেষ্টা। এবার এই সমস্যার স্থায়ী সমাধান আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Government of India)।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) আনছে এক নতুন প্রযুক্তি, নাম - Calling Name Presentation (CNAP)। এর মাধ্যমে আপনার ফোনে অচেনা নম্বর থেকে কল আসলে দেখা যাবে কলারের আসল, ভেরিফাই করা নাম।