দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল মেটাতে গিয়ে মাথায় হাত এক অবসরপ্রাপ্ত পুরকর্মীর। CESC-র নামে প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ১ লক্ষ টাকা খোয়ালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে।
প্রতারণার শিকার হয়েছেন ষাটোর্ধ্ব রানা বসু রায়চৌধুরী, কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। কয়েকদিন আগে তাঁর মোবাইলে ফোন আসে, অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে সিইএসসি-র অফিসার বলে পরিচয় দেন। কড়া গলায় জানানো হয়, রানাবাবু নাকি পেমেন্ট আপডেট করেননি, বছরে একবার আপডেট বাধ্যতামূলক। সে কারণে তাঁর শেষ দেওয়া বিল রিসিভ হয়নি।
#REL