দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে অপরাধের ধরন পাল্টাচ্ছে। একদিকে গ্যাংস্টার, সুপারি কিলার, অন্যদিকে আর্থিক ও সাইবার জালিয়াতরা (Cyber Fraud)—সবার হাতেই মোবাইল ফোন। কিন্তু বড় সমস্যা হল, আইএমইআই নম্বর বদলে ফেলে অনায়াসে সেই ফোন ব্যবহার করছে দুষ্কৃতীরা। ফলে এক রাজ্যে ব্লক হওয়া ফোন আরেক রাজ্যে নতুন সফটওয়্যার ইনস্টল করেই আবার সক্রিয় হয়ে উঠছে। তদন্তে পুলিশের হাত গুটিয়ে যাচ্ছে সেখানেই।