দ্য ওয়াল ব্যুরো: একটা ছোট্ট নম্বর। মাত্র তিন অঙ্ক— ‘৪০১’। কিন্তু এটিই এখন পরিণত হচ্ছে বড়সড় সাইবার প্রতারণার ফাঁদে। ২০২৪ সালের গোড়া থেকেই দেশে ছড়িয়ে পড়ছে ‘Dial 401’ স্ক্যাম। সাধারণ মানুষকে টার্গেট করে ছলচাতুরির মাধ্যমে ফোন কল ফরওয়ার্ড করিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।
আপনি কি কখনও ফোনে কাউকে ৪০১ ডায়াল করতে বলেছেন বা এমন কোনও নির্দেশ পেয়ে নিজেই ডায়াল করেছেন? তাহলে সাবধান হোন এখনই।
#REL
কীভাবে কাজ করছে এই প্রতারণা?