দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে এক মহিলার (Woman) সঙ্গে বন্ধুত্ব (Friendship)। প্রায় দু'বছর যাবৎ অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ৯ কোটি টাকা হারালেন মুম্বইয়ের ৮০ বছরের বৃদ্ধ।
২০২৩ সালের এপ্রিল মাসে ওই বৃদ্ধ ‘শারভি’ নামে এক মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। প্রথমে সেটি গ্রহণ করা না হলেও পরে সেই অ্যাকাউন্ট থেকেই তিনি রিকোয়েস্ট পান এবং আলাপ শুরু হয়। ধীরে ধীরে চ্যাট ফেসবুক (Facebook) থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) গিয়ে পৌঁছয়। শারভি দাবি করেন, তিনি স্বামীর থেকে আলাদা থাকেন এবং অসুস্থ সন্তানদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। বৃদ্ধও সাহায্য করতে থাকেন।
#REL