দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পালালেন এক অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, উঠছে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন। ওই বন্দিকে ধরতে শহরজুড়ে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ।
রুবিনা ইরশাদ শেখ (২৫)। নকল জন্ম নথির সাহায্যে ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগে চলতি মাসের ৭ অগস্ট ভাসি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতার, পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্ট-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। পরে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে পাঠানো হয়।
#REL