দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে ভয়াবহ আর্থিক প্রতারণার শিকার এক ৭২ বছরের ব্যবসায়ী। মাতুঙ্গা ওয়েস্টের বাসিন্দা ভরত হারকচাঁদ শাহ জানিয়েছেন, গত চার বছরে তাঁর স্ত্রী-র নামে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করে অনুমোদনহীন ট্রেডিং (Unauthorised Trading) চালিয়েছে গ্লোব ক্যাপিটাল মার্কেট লিমিটেড (Globe Capital Market Limited)। এই জালিয়াতির জেরে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
কীভাবে শুরু হল প্রতারণা?