দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) পাওয়াইয়ের (Powai) স্টুডিওতে বৃহস্পতিবার দুপুরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হল, তার নেপথ্যে উঠে আসা নাম ঘিরে উঠছে নানা প্রশ্ন। রোহিত আর্য (Rohit Arya)- একা একজন, কীভাবে ১৯ জনকে বন্দি করে রেখেছিলেন!
বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে চেষ্টাচরিত্র করে মুম্বইয়ের (Mumbai Hostage News) পাওয়াইয়ের স্টুডিও থেকে অন্তত ১৭ জন পণবন্দি শিশুকে উদ্ধার করেছে পুলিশ (Mumbai Police)। শিশুদের নিরাপদে বাবা-মায়ের কাছে হস্তান্তরও করা হয়ে গিয়েছে। অন্যদিকে, এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত রোহিত আর্যের।