দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পাওয়াইয়ে (Mumbai Hostage Crisis) যে নাটকীয় কাণ্ড ঘটেছে, তা কোনও হঠকারি সিদ্ধান্ত নয় - আগে থেকেই ঠান্ডা মাথায় এর পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত রোহিত আর্য (Rohit Arya)। পুলিশের তদন্ত এমনটাই বলছে।
ওয়েব সিরিজের অডিশনের (Audition) নাম করে ডেকে এনে ১৭ কিশোর–কিশোরীকে স্টুডিওয় আটকে রাখেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা পণবন্দি করে রাখার পর পুলিশের অভিযানে বাচ্চাদের উদ্ধার করা হয়; গুলিতে প্রাণ হারান আর্য।
অডিশনের ছুতোয় ছক