দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে মুম্বইয়ে অপহরণ করা হল ১৭ শিশুকে। সঙ্গে ছিলেন এক প্রৌঢ় ও আরেক ব্যক্তিও। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে সকলকে উদ্ধার করে। কারও কোনও সমস্যা হয়নি। আঘাত বা চোট লাগেনি বলে জানা গেছে।
মুম্বইয়ে পাওয়াইয়ের একটি স্টুডিওতে বৃহস্পতিবার অডিশন দিতে গেছিল শতাধিক বাচ্চা। তাদের কারও সঙ্গে অভিভাবকরা ছিলেন। অডিশন ও সেই সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর প্রায় ৮০টি বাচ্চা বেরিয়ে যায়। কিন্তু ভিতরে থেকে যায় ১৭ শিশু। সঙ্গে এক প্রৌঢ় ও আরেক ব্যক্তিও ছিলেন।
#REL