দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধে। দত্তপুকুর স্টেশনে (Duttapukur Railway Station) তখন ভিড় জমেছে ডাউন লোকালের (Local train) অপেক্ষায়। সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা। ট্রেন ছাড়ার মুখে— ঠিক তখনই মহিলাদের চিৎকারে হুলস্থুল শুরু হয় প্ল্যাটফর্মে।
অভিযোগ, কামরার দরজার সামনে দাঁড়িয়ে মহিলা যাত্রীদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল এক যুবক। পরে ট্রাউজার্সের জিপ খুলে প্রকাশ্যেই আরও কুরুচিপূর্ণ কাণ্ড ঘটাতেও শুরু করে বলে অভিযোগ। মুহূর্তে আতঙ্ক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা কামরা।
#REL