দ্য ওয়াল ব্যুরো: কলকাতা (Kolkata) ও শহরতলির চারটি বড় মেট্রো প্রকল্পের কাজে (Kolkata Metro) কেন এতো দেরি? লোকসভায় বুধবার বিস্তারে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister)। তাঁর সাফ অভিযোগ, “জমি অধিগ্রহণে জটিলতা (Land Dispute,) আর রাজ্যের ইউটিলিটি না সরানো— এই দু’টি কারণেই আটকে আছে কলকাতার মেট্রো বিস্তার।”
রেলমন্ত্রকের হিসেব বলছে, মোট ৫২ কিলোমিটারের কাজ চলছে কলকাতায়। কিন্তু তার মধ্যে প্রায় ২০ কিলোমিটারই জমিজট আর ইউটিলিটি ডাইভারশনের মতো সমস্যায় কার্যত স্তব্ধ।
#REL