সুমন বটব্যাল
দীপাবলির রাতে আচমকা ঢুকে পড়েছিল ‘অতিথি’, চারপেয়ে। চলন্ত মেট্রোর (Kolkata Metro) কামরায় পথ কুকুর দেখে চমকে উঠেছিলেন যাত্রীরা। আতঙ্ক, হুড়োহুড়ি, চেঁচামেচি—সব মিলে তখন চাপে পড়েছিল মেট্রো কর্তৃপক্ষ। দাবি করা হয়েছিল, “বিচ্ছিন্ন ঘটনা!” তবে যাত্রীদের অভিজ্ঞতা বলছে, বিচ্ছিন্ন নয়, এ যেন নিত্য স্বাভাবিক!