দ্য ওয়াল ব্যুরো: 'গুরুতর উদ্বেগের বিষয়' বলে বর্ণনা করে 'ডিজিটাল অ্যারেস্ট' (digital arrest scam) সংক্রান্ত মামলায় সুয়ো মোটো পদক্ষেপ (Suo Moto cognizance) করল দেশের শীর্ষ আদালত। ১৭ অক্টোবর এই স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আম্বালার এক প্রবীণ দম্পতির দায়ের করা এক মামলার পর এই সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নাম করে ভুয়ো নোটিস পাঠায় প্রতারকরা। নোটিসে বলা হয়, তাঁরা সিবিআই এবং ইডির তদন্তের আওতায় রয়েছেন। চিঠির সিল এবং সই একবারে আসলের মতো হওয়ায় ফাঁদে পড়তে বাধ্য হন ওই দম্পতি। খোয়া যায় ১ কোটিরও বেশি টাকা।