দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণার (Cyber fraud) ফাঁদে পড়ে মর্মান্তিক পরিণতি ২১ বছর বয়সী এক তরুণীর। শুক্রবার ঝাঁসিতে নদীর ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাঁসি জেলার বারুয়াসাগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভাবনা পাল (২১)। তাঁর স্বামী শের সিং পাল জানিয়েছেন, গত ২৮ অক্টোবর তরুণী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাননি। অবশেষে শুক্রবার নটঘাট ব্রিজের কাছে বেতোয়া নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়।