দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধান শহরগুলোতে গত ছয় মাসে ৩০,০০০-এর বেশি মানুষ বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতির শিকার হয়েছেন, খোয়া গেছে ১,৫০০ কোটিরও বেশি টাকা। এমন তথ্য সম্প্রতি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার উইং।
প্রতিবেদনে দেখা যায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৭৬ শতাংশের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। শহরগুলির মধ্যে বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর এবং হায়দরাবাদ মোট মামলার প্রায় ৬৫ শতাংশের জন্য দায়ী। বেঙ্গালুরু এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, মোট ক্ষতির প্রায় ২৬.৩৮ শতাংশ এখানকার মানুষজনের সঙ্গেই হয়েছে।
#REL